হোম > সারা দেশ > ঢাকা

৩ মরদেহ উদ্ধার করে র‍্যাব মহাপরিচালক পদক পেল কুকুর ‘চিতা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় র‍্যাবের ডগ স্কোয়াড টিমের একটি কুকুরকে র‍্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে। ওই কুকুরটির নাম ‘চিতা।’ 

এলিট ফোর্স র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে কুর্মিটোলার র‍্যাব সদরদপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র‍্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়। কুকুরটিকে সম্মাননা ব্যাচ পরিয়ে দেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। 

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতার বয়স ৩ বছর ২১ দিন। ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকাজে র‍্যাব ফোর্সেসের অন্যান্য সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ (কুকুর) চিতা তিনজন মরদেহের অবস্থান শনাক্ত করে। কুকুরের এই বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স টাওয়ারে ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। 

বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট