হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গভীর রাতে দুর্বৃত্তের আগুন, পুড়ে গেছে আসবাবপত্র

গাজীপুরের শ্রীপুরের গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। তাতে পুড়ে গেছে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও জানালা। বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেছেন, বিষয়টি নাশকতা কি না, তা ক্ষতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, উপজেলার গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলে। গতকাল শনিবার রাতে কে বা কারা শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়।

গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, ‘আমি সকালে নামাজ পড়ে কোরআন পড়ছিলাম। এ সময় স্থানীয় একজন আমাকে ফোন করে জানায় বিদ্যালয়ে আগুন জ্বলছে। তখন আমি দ্রুত সেখানে গিয়ে দেখি, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করছে। পরে শিক্ষা অফিসে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।’

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করেছেন। এরপর বিদ্যালয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করি। আগুনে বিদ্যালয়ের অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পুড়ে যাওয়া আসবাবপত্র সংস্কার করে পাঠদান নিশ্চিত করা হবে। বিষয়টি নাশকতা কি না, তা ক্ষতিয়ে দেখা হবে।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার