গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে সমন্বয়ের কার্যবিধি (রোলস অব বিজনেস তফসিল ১, ১৯৯৬), সংশোধিত (এপ্রিল ২০১৭) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুসারে এ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে।