হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাহিদ কাওছার (৪০) মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দগ্ধ হওয়ার ১৪ দিন পর তাঁর মৃত্যু হলো।

নিহত নাহিদ পৌর এলাকার তালবাগের মৃত আব্দুর রহমানের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নাহিদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলী নামের আরও একজনের চিকিৎসা চলছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে সাভার পৌর এলাকার গেন্ডায় আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রতিষ্ঠানের মালিক ইউসুফ আলী তাঁর বন্ধু নাহিদসহ আরেকজন দগ্ধ হন। আহত হন আরও অন্তত তিনজন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা