হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাহিদ কাওছার (৪০) মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দগ্ধ হওয়ার ১৪ দিন পর তাঁর মৃত্যু হলো।

নিহত নাহিদ পৌর এলাকার তালবাগের মৃত আব্দুর রহমানের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নাহিদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলী নামের আরও একজনের চিকিৎসা চলছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে সাভার পৌর এলাকার গেন্ডায় আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রতিষ্ঠানের মালিক ইউসুফ আলী তাঁর বন্ধু নাহিদসহ আরেকজন দগ্ধ হন। আহত হন আরও অন্তত তিনজন।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি