হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি করায় ওমর ফারুক (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহী জেলার গোদাবাড়ি এলাকার সেকান্দর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি ফারুক পলাতক ছিলেন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। এই ঘটনায় জিহানের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। 

রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, মামলায় চারজন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত একজনকে ১৪ বছরের কারাদণ্ড ও দুজনকে খালাস দেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে