হোম > সারা দেশ > ঢাকা

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পালিত গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেনলাইনের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুস সত্তর (৬২)। তিনি বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার বলছে, কৃষক আব্দুস সত্তর প্রতিদিনের মতো তাঁর পালিত দুটি গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গরু নিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেখে গরুগুলো দৌড়াতে থাকে। এ সময় গরুগুলো রক্ষা করতে গিয়ে গরুসহ নিজেই ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কৃষক আব্দুস সত্তরের।

পরিবারের সদস্যরা জানান, মাস দুয়েক আগে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে মাঠে গেলে গরুগুলো ভিমরুলের আক্রমণের শিকার হয়। সেখানেও গরুগুলো রক্ষা করতে গিয়ে আব্দুস সত্তর নিজেও ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম বলেন, ‘গরুকে রক্ষা করতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেছি। পরে এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’