হোম > সারা দেশ > ঢাকা

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পালিত গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেনলাইনের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুস সত্তর (৬২)। তিনি বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার বলছে, কৃষক আব্দুস সত্তর প্রতিদিনের মতো তাঁর পালিত দুটি গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গরু নিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেখে গরুগুলো দৌড়াতে থাকে। এ সময় গরুগুলো রক্ষা করতে গিয়ে গরুসহ নিজেই ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কৃষক আব্দুস সত্তরের।

পরিবারের সদস্যরা জানান, মাস দুয়েক আগে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে মাঠে গেলে গরুগুলো ভিমরুলের আক্রমণের শিকার হয়। সেখানেও গরুগুলো রক্ষা করতে গিয়ে আব্দুস সত্তর নিজেও ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম বলেন, ‘গরুকে রক্ষা করতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেছি। পরে এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন