হোম > সারা দেশ > ঢাকা

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পালিত গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেনলাইনের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুস সত্তর (৬২)। তিনি বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার বলছে, কৃষক আব্দুস সত্তর প্রতিদিনের মতো তাঁর পালিত দুটি গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গরু নিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেখে গরুগুলো দৌড়াতে থাকে। এ সময় গরুগুলো রক্ষা করতে গিয়ে গরুসহ নিজেই ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কৃষক আব্দুস সত্তরের।

পরিবারের সদস্যরা জানান, মাস দুয়েক আগে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে মাঠে গেলে গরুগুলো ভিমরুলের আক্রমণের শিকার হয়। সেখানেও গরুগুলো রক্ষা করতে গিয়ে আব্দুস সত্তর নিজেও ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম বলেন, ‘গরুকে রক্ষা করতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেছি। পরে এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ