হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকার আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩০), তাঁর স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটে জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগনে আশরাফুল ইসলাম (২৫)। চারজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।

দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা জানান, বাসার নিচতলায় কয়েকটি পরিবার ভাড়া থাকে। প্রায় প্রতিটি পরিবারের সদস্যই স্থানীয় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। বাড়িটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তাঁরা। রান্নাঘরে তিনটি গ্যাস সিলিন্ডার রয়েছে।

সোহেল রানা আরও বলেন, তিনটির মধ্যে একটি সিলিন্ডারের রাইজার থেকে গ্যাস বের হচ্ছিল। তা দেখে ভোরে মিজানুর সেই রাইজার খুলে রেখেছিলেন এবং সব ভাড়াটেকে বলে রেখেছিলেন, কেউ যেন আপাতত রান্না না করেন। তবে সকালে পাশের বাসার ভাড়াটে জয়নব সে কথা না শুনে রান্নার প্রস্তুতি নেন। তখন দেশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, দগ্ধ জয়নব বেগমের স্বামী খাদেমুল ইসলামের দাবি, গ্যাস লিকেজের বিষয়টি তাঁদেরকে বা তাঁর স্ত্রীকে কেউ জানাননি। সকালে তাঁর স্ত্রী রান্না করার জন্য আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে তাঁর স্ত্রী ও তাঁর ভাগনে দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ জানান, আশুলিয়া থেকে দুজন বার্ন ইউনিটে এসেছেন। তাঁদের মধ্যে জয়নবের ৪৫ শতাংশ ও আশরাফুলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত