বীর মুক্তিযোদ্ধা ও শিশু-কিশোরদের নিয়ে মিলনমেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আগামী ২০ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মিলনমেলার আয়োজন করা হবে বলে জানান তাঁরা।
সোমবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেশ কয়েকটি সংগঠনের নেতারা। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, গুলশান বাড্ডা থানা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি এবং সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১, ঢাকা মহানগর (উত্তর) এর উদ্যোগে কাদামাটির ব্যবস্থাপনা ও পরিচালনায় এ আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। এ সময় তিনি অতিথিদের বিষয়ে বলেন, ‘মিলনমেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য ও মুক্তিযোদ্ধারা।