হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা এবং আড়াইহাজার থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। দুইটি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাবেক এমপি ও মন্ত্রীদের। 

আজ বৃহস্পতিবার দুপুরে এই মামলা দুটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু।

ফতুল্লায় গত ১৯ জুলাই ভুইগড় এলাকায় কোটাবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ফয়সাল। এ ঘটনায় ১৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা করেন তাঁর বাবা সোহরাব মিয়া। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু প্রমুখ। 

এদিকে ৪ আগস্ট আড়াইহাজারে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে তাতীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয় দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ প্রমুখ।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী