হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।

গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।

ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’

রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২