হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে ঢাবি ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে এ অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

এর আগে হাকিম চত্বর থেকে মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস, বিচার বিচার বিচার চাই সাম্য হত্যার বিচার চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, অথর্ব প্রক্টর আর চাই না আর চাই না, যদি করও বাহানা ঘেরাও হবে যমুনা, হয়ে গেল ১৩ দিন কি করে সাইফুদ্দিন’ এই সব স্লোগান দিতে থাকে।

সমাবেশে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি, অন্য কোনো দাবিতে আসিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিপূর্ণভাবে ১৩ দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়ে আসছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইঙ্গিত করে শিপন আরও বলেন, ‘বিগত ৯ মাসে আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। শুধু ছাত্রদলই না, সাধারণ শিক্ষার্থীরাও এই প্রশাসনকে আর স্বপদে বহাল দেখতে চায় না।’

দুপুর ১২ টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বেলা ২টা ৩০ মিনিটে গিয়ে শেষ হয়।

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি