হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে ঢাবি ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে এ অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

এর আগে হাকিম চত্বর থেকে মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস, বিচার বিচার বিচার চাই সাম্য হত্যার বিচার চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, অথর্ব প্রক্টর আর চাই না আর চাই না, যদি করও বাহানা ঘেরাও হবে যমুনা, হয়ে গেল ১৩ দিন কি করে সাইফুদ্দিন’ এই সব স্লোগান দিতে থাকে।

সমাবেশে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি, অন্য কোনো দাবিতে আসিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিপূর্ণভাবে ১৩ দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়ে আসছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইঙ্গিত করে শিপন আরও বলেন, ‘বিগত ৯ মাসে আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। শুধু ছাত্রদলই না, সাধারণ শিক্ষার্থীরাও এই প্রশাসনকে আর স্বপদে বহাল দেখতে চায় না।’

দুপুর ১২ টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বেলা ২টা ৩০ মিনিটে গিয়ে শেষ হয়।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক