হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে ঢাবি ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে এ অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

এর আগে হাকিম চত্বর থেকে মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস, বিচার বিচার বিচার চাই সাম্য হত্যার বিচার চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, অথর্ব প্রক্টর আর চাই না আর চাই না, যদি করও বাহানা ঘেরাও হবে যমুনা, হয়ে গেল ১৩ দিন কি করে সাইফুদ্দিন’ এই সব স্লোগান দিতে থাকে।

সমাবেশে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি, অন্য কোনো দাবিতে আসিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিপূর্ণভাবে ১৩ দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়ে আসছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইঙ্গিত করে শিপন আরও বলেন, ‘বিগত ৯ মাসে আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। শুধু ছাত্রদলই না, সাধারণ শিক্ষার্থীরাও এই প্রশাসনকে আর স্বপদে বহাল দেখতে চায় না।’

দুপুর ১২ টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বেলা ২টা ৩০ মিনিটে গিয়ে শেষ হয়।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১