হোম > সারা দেশ > ঢাকা

জুয়ার ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মাঝিকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে নৌকায় জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মন্নান (৫৭)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। তিনি বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া নৌকাঘাটের পাশে নদী থেকে মন্নানের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে লাশটি বরিশুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, আজ ভোরে কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙি নৌকায় বসে মন্নান, শামীমসহ আরও ৬-৭ জন মাঝি তাস খেলছিলেন। এ সময় ১০০ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হলে শামীম বইঠা দিয়ে মন্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেন। পরে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।

এসআই মুক্তার বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোনো সন্ধান পাইনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি