হোম > সারা দেশ > ঢাকা

জুয়ার ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মাঝিকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে নৌকায় জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মন্নান (৫৭)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। তিনি বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া নৌকাঘাটের পাশে নদী থেকে মন্নানের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে লাশটি বরিশুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, আজ ভোরে কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙি নৌকায় বসে মন্নান, শামীমসহ আরও ৬-৭ জন মাঝি তাস খেলছিলেন। এ সময় ১০০ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হলে শামীম বইঠা দিয়ে মন্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেন। পরে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।

এসআই মুক্তার বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোনো সন্ধান পাইনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ