হোম > সারা দেশ > ঢাকা

জুয়ার ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মাঝিকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে নৌকায় জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাঝিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মন্নান (৫৭)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। তিনি বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া নৌকাঘাটের পাশে নদী থেকে মন্নানের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে লাশটি বরিশুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, আজ ভোরে কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙি নৌকায় বসে মন্নান, শামীমসহ আরও ৬-৭ জন মাঝি তাস খেলছিলেন। এ সময় ১০০ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হলে শামীম বইঠা দিয়ে মন্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেন। পরে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।

এসআই মুক্তার বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোনো সন্ধান পাইনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই