হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলা: যুবদল নেতা ইসহাকসহ বিএনপির ২৩ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার এক মামলায় বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, বিএনপি নেতা মো. মোহন, জালাল আকমল, মো. মাহবুব, মাওয়া মাসুম, বাংগাল সিরাজ, মো. ইউসুফ, রাজু হালদার, সেলিম, আব্দর রহমান, মিঠু, জহির, মো. ফারুক, জোবায়ের আলম, মো. আজিম, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. রাসেল, মো. মজিবুল হাসান, মো. ভূবন, মো. শাখাওয়াত হোসেন, মো. আরিফ হোসেন ও কবির আহম্মেদ মুকুলকে রায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।

প্রত্যেককে বেআইনি সমাবেশের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে মারধর করার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ইসহাক সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার সৈয়দ নজরুল ইসলাম সরণীর নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে বেআইনি জনতাবধ্য হয়ে মিছিল সমাবেশ করে এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে যানবাহন ভাঙচুরসহ পুলিশকে মারধর করে।

এ ঘটনায় বংশাল থানা-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ৩৯ আসামির বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়।

জানা গেছে, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মিরপুরের মামলায় দুইজনের তিন বছরের কারাদণ্ড
এদিকে দ্রুত বিচার আইনে করা মিরপুর থানার একটি মামলায় দুই বিএনপি কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ২০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কবির হোসেন মিল্টন ও খন্দকার আখতার হোসেন শিপন। এই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের এপ্রিল মাসে মিরপুর থানা এলাকায় বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট