হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় নৌ-কর্মকর্তাকে অপহরণ মামলায় গ্রেপ্তার ৬ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সম্প্রতি নৌবাহিনীর এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ছয় সদস্যকে মুক্তিপণের স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. সালমা আক্তার (৩৫) ও তার ছেলে ফাহিম হোসেন খান ওরফে শুভ (১৯), মামুন মোল্লা (২৬), কাজী আহাদ হোসেন (৩৪), মো. রুবেল (২৬), ইমরান হোসেন (২৪) ও মোছা. সালমা আক্তার (৩৫)।

আজ শনিবার বিকেলে ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, সালমা আক্তার ও তার ছেলে ফাহিম হোসেন মিলে গড়ে তোলেন এক অপহরণ চক্র। সামলা বাসা ভাড়া নিতেন। আর তার ছেলে শুভকে দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে আদায় করতেন মোটা অংকের মুক্তিপণ।

মামলার অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডের ড্রিমটাচ বিল্ডিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা রিয়াজ আহমেদকে (২৮) হাত-পা বেধে আটকে রেখে ভিসা কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা ও তাঁর শ্বশুরের মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আদায় করে চক্রটি।

তরিকুর রহমান বলেন, অপহরণের ঘটনায় ওই নৌ-কর্মকর্তা গত শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে একটি মামলা করেন। ওই মামলার পর দক্ষিণখানের ফায়দাবাদ থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুভকে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে টিআইসি কলোনীর একটি বাসা থেকে শনিবার (২০ জানুয়ারি) ভোরে বাকিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আসামী মামুনের সিএনজি পাম্প সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মুক্তিপণ হিসাবে আদায় করা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

তরিকুর রহমান বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য আদায় করা একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের রিং ও একজোড়া কানের দুল জব্দ করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন