হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ওসির অপসারণসহ বিচার দাবিতে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তাঁর অপসারণসহ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১০ মাস আগে মো. আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি শত শত নিরীহ মানুষকে জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার মিথ্যা অভিযোগ এনে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছেন। এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর গ্রেপ্তার-বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকেরাও রেহাই পাননি।

বক্তারা আরও বলেন, গত নির্বাচনের আগে একটি গায়েবি মামলায় কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক সামসুল হুদা লিটনকে মাসখানেক জেল খাটিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর বিনা কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তা ছাড়া মাদক নিয়ে সংবাদ প্রকাশসহ ফেসবুকে মন্তব্যের কারণে থানায় ডেকে নিয়ে একাধিক জ্যেষ্ঠ সাংবাদিককে গালাগাল করেছেন।

এ সময় স্থানীয় সাংবাদিকেরা ২৪ ঘণ্টার মধ্যে ওসির অপসারণসহ বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪