বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালের বর্তমান অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা আকারে তা জানাতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে তাফসিরের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
উল্লেখ্য, গত বছরের ৫ মে তাফসির আউয়ালকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। তিন মাসের জন্য এই অনুমতি দেওয়া হয়েছিল। একটি অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। পরে ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তাফসির আউয়াল। শুনানি শেষে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন জানান, এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার আবেদন করেন তাফসির। তার আইনজীবী জানান, তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন।
হাইকোর্ট তার বর্তমান অবস্থা হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন।