হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালালেন স্বামী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নিহত খাদিজা আক্তারের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে তাঁর স্বামী গলা টিপে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ গতকাল রোববার দুপুরে ভরতেরকান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের তারেক মিয়ার স্ত্রী। তাঁকে গতকাল শনিবার দিবাগত রাতে হত্যা করা হয়।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আজ সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে খাদিজার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলছে, তারেকের সঙ্গে তাঁর স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রাতের কোনো একসময় স্ত্রীকে গলাটিপে হত্যা করেন তারেক। পরে লাশ ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তিনি পালিয়ে যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭