চলে গেলেন দেশের খ্যাতিমান ফোক সম্রাজ্ঞী কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে কিডনি, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
এ দিন আসরের নামাজের পর জানাজা শেষে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব-ভাকুম গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। তার স্বামীর নাম প্রয়াত আলহাজ্ব মধু বয়াতি।