হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভবনটি চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনার বিষয়ে মালিককে চিঠি ও ভবনের উপর নোটিশ টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রাজউক, জেলা প্রশাসন, তিতাস গ্যাস ও ডিপিডিসির সম্মিলিত প্রতিনিধি দল এই সিদ্ধান্ত জানায়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনটি পরিদর্শন এবং ভেতরকার অবস্থা পর্যবেক্ষন করেন তারা।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘চব্বিশ ঘন্টার মধ্যে ভবন ফেঙে ফেলার জন্য ভবন মালিককে চিঠি এবং ভবনে নোটিশ টানানো হবে। তালিকাভুক্ত ঝূকিপুর্ণ ভবনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম। আর আগে ভবনটি ভেঙে ফেলার জন্য নাসিকসহ যৌথ কমিটির পক্ষ থেকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভবন মালিক তা আমলে নেয়নি।’

নাসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস বলেন, ‘বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে না পারলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করতে হবে। ক্ষতিগ্রস্থ ভবন অপসারনের পাশাপাশি তিতাস গ্যাসের জরার্জীন লাইনের বিষয়ে গ্যাস ব্যবহারকারী তিতাসকে সচেতন হতে হবে।’

এর আগে গত শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের আরকে দাস রোডে অবস্থিত ইলিয়াস দেওয়ানের দোতালা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও নয়জন আহত হন। ভবনের পেছনের অংশ ও সামনের বারান্দা ধসে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের সাতটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার