হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইমরান আহমেদ। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ইমরান আহমেদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

মামলায় সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ অক্টোবর ইমরান আহমেদকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মানব পাচারের অভিযোগে করা মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়।

ইমরান আহমেদ সিলেট-৪ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬ সালের উপনির্বাচন, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনি নির্বাচিত হন। ২০১৮ সালে প্রথমে তাঁকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে পূর্ণ মন্ত্রী করা হয়।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব