হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। 

মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি। 

মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে