হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বৃদ্ধকে মাটিতে ফেলে বুকে লাথি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭৫ বছরের এক বৃদ্ধকে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত ও বুকে লাথি মেরেছে প্রতিপক্ষরা। তাঁকে বাঁচাতে এসে আহত হয় বৃদ্ধের স্ত্রী ও তার ছেলে। এই ঘটনায় মামলা দায়েরের পর সুমন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লাকি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৪ মার্চ ভুক্তভোগী বৃদ্ধের ছেলে অনন্ত হোসেন হৃদয় (২৬) বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চলতি মাসের ৫ তারিখ বাদীর বাবা আমজাদ হোসেন (৭৫) নিজেদের জমিতে বালু ভরাট করছিল। সকাল ৯টার দিকে গ্রেপ্তারকৃত সুমন তাঁর কয়েকজন সহযোগী নিয়ে এসে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়। এত বাদীর বাবা প্রতিবাদ করলে সুমন ও তার সহযোগীরা তাঁকে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে। পরে তাঁর বুকে লাথি মেরে গুরুতর আহত করে। 

বাদী হৃদয় তাঁর বাবাকে বাঁচাতে ছুটে এলে সুমনকে ছুরিকাঘাত করে। এতে হৃদয়ের হাত কেটে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুমনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও তার বাবা আমজাদকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

একই দিন সন্ধ্যা সাতটায় হামলাকারীরা পুনরায় বাদীর বাসায় গিয়ে হামলা চালায়। এ সময় তাঁরা হৃদয়ের মাকে মারধর করে জখম করে। পরে তাঁকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ১৪ মার্চ সুমন সহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফ পাঠান। তিনি বলেন, মঙ্গলবার বেলা একটার দিকে মামলার প্রধান আসামি সুমনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট