হোম > সারা দেশ > ঢাকা

হাছান মাহমুদ ও স্ত্রীর ২ ফ্ল্যাট ক্রোক, ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ ও তাঁর স্ত্রী নুরান ফাতেমার দুটি ফ্ল্যাট ক্রোকের ও ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৩ জুন) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। দুদকের সরকারী পরিচালক আল-আমিন আবেদনগুলো করেন।

আবেদন অনুযায়ী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের নামে নয়টি ব্যাংক হিসাবে ৪৬ লাখ ৬৮ হাজার ৮৪৩ এবং তাঁর স্ত্রীর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে রয়েছে ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। যে দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, সে দুটি ধানমন্ডিতে। এর একটি হাছান মাহমুদের নামে, অন্যটি তাঁর স্ত্রীর নামে। এ ছাড়া হাছান মাহমুদের একটি গাড়ি জব্দের নির্দেশ দেন আদালত।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে চলে যান হাছান মাহমুদ।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই