নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে থেমে থাকা নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরীতে রাস্তার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুর থেকে এই বাসটি এখানে থেমে ছিল। সন্ধ্যায় হঠাৎ করে দেখি একটু একটু করে আগুন জ্বলছে। আমরা সবাই বালি ও পানি দিই, কিন্তু আগুন নেভে না। সিটগুলোও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নেভায়।’
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’