হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।

কোটালীপাড়ার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়। শোভাযাত্রায় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ফিতা।

এ সময় অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছে। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ, এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই ভাই।’

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতের আমির মুসনুর আহম্মেদ ও সেক্রেটারি আক্তার দাড়িয়া।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে