হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছাত্রদল-এনসিপির সমাবেশ: যেসব পথ এড়াবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ চলবে। পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’।

এসব কর্মসূচির কারণে আজ রোববার সকাল থেকেই সমাবেশস্থলগুলোতে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১১টার পর শাহবাগ মোড় কার্যত বন্ধ হয়ে যায়। তবে জরুরি যানবাহন চলাচলে সহায়তা করতে দেখা যায় ছাত্রদলের কর্মীদের।

ডিএমপি জানিয়েছে, বিকল্প সড়ক হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী, বাংলামোটর ও দোয়েল চত্বর ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সীমিত রাখা হবে। প্রয়োজনে এসব পয়েন্টে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।

এ অবস্থায় ঢাকাবাসীকে যথাসম্ভব উল্লিখিত এলাকা এড়িয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি। বিশেষ করে এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন