হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

পরীক্ষার টেবিলে সুরমা আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে ছোট বোন সুরমা আক্তার। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। তাদের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে।

ওই গ্রামের মো. তাজ উদ্দিনের মেয়ে সুরমা আক্তার স্থানীয় গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সুরমা আক্তারের বড় ভাই আরিয়ান জান্নাত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাদ্রাসার দুজন শিক্ষক সুরমাদের বাড়িতে পাঠিয়ে তার স্বজনসহ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসি। সে যেন ভেঙে না পড়ে, সে জন্য হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাকে সান্ত্বনা দিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন বলেন, ‘মৃত্যু তো আর বলে-কয়ে আসে না। ভাইয়ের মৃত্যু হলে তাঁর লাশ বাড়ির উঠানে রেখে পরীক্ষা দিতে যায় সুরমা। পরে স্থানীয় বাসিন্দারা তার বড় ভাইয়ের জানাজা শেষে লাশ দাফন করেন।’

ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ মমতাজী বলেন, ভাইয়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক ও স্বজনেরা পরীক্ষা শেষে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট