হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ন্যাপথালিন খেয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ন্যাপথালিন ও প্রেশারের ওষুধ খেয়ে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। 

আজ শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের গোলাপহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তারিন আক্তার (১৮) অষ্টগ্রাম সদর ইউনিয়নের গোলাপহাটি গ্রামের দ্বীন ইসলামের মেয়ে এবং অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে পরিবারের সবার অজান্তে তারিন আক্তার মাত্রাতিরিক্ত ন্যাপথালিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তারিন অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তখন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তারিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। 

খরব পেয়ে থানা-পুলিশ তারিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। 

অষ্টগ্রাম থানার উপপরিদর্শক এ কে এম মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই