হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, গাজীপুর থেকে স্বামীকে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 

মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে র‍্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, গতকাল সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান মেহেদী হাসান। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, আজ দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই