হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র জব্দ

আজকের পত্রিকা ডেস্ক­

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বাড্ডা থানা সূত্র জানায়, কিছুলোক পশ্চিম মেরুল বাড্ডায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন খবর পেয়ে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করত। পাশাপাশি বাসা-বাড়ি, বিভিন্ন অফিস এবং বিল্ডিংয়ের মূল্যবান নির্মাণসামগ্রীও ডাকাতি করত। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ