হোম > সারা দেশ > ঢাকা

মানবিক উদ্যোগে পাঠকবন্ধুর উষ্ণতার ছোঁয়া

পাঠকবন্ধু ডেস্ক

নিরাপত্তাকর্মী, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের হাতে শীতের চাদর তুলে দিচ্ছেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান। ছবি: পাঠকবন্ধু

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাঠকবন্ধু আয়োজন করেছে ‘উষ্ণতার ছোঁয়া শীতবস্ত্র বিতরণ ২০২৬’ কর্মসূচি। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সামান্য হলেও উষ্ণতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির অংশ হিসেবে ২২ জানুয়ারি আজকের পত্রিকার নিরাপত্তাকর্মী, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক ও আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান প্রত্যেকের হাতে শীতের চাদর তুলে দেন। শীতবস্ত্র পেয়ে কর্মীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও কৃতজ্ঞতার হাসি। এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার প্রশাসনিক সমন্বয়কারী এস এম সেলিম, মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আফরোজা পারভীন, সহসম্পাদক ইলিয়াস শান্তসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর ২৫ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ছোট বস্তিতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবক মায়ময়না খাতুন মনি, আজকের পত্রিকার ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান এবং পাঠকবন্ধু বরিশাল জেলার সদস্য মো. সিফাত ই মনজুর রোমান শীতের চাদর তুলে দেন অসহায় মানুষের হাতে। চাদর পেয়ে এক বৃদ্ধ আবেগভরে বলেন, ‘শীতের চাদর পেয়ে খুবই খুশি লাগছে। পাঠকবন্ধুকে ধন্যবাদ। দোয়া করি, তারা যেন আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে।’

অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন পাঠকবন্ধুর সদস্যরা। ছবি: পাঠকবন্ধু

সমাজসেবক মায়ময়না খাতুন মনি বলেন, ‘পাঠকবন্ধু দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতের উপহার নিয়ে এসেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা সব সময় এমন মানবিক কাজে যুক্ত থাকতে পারে।’ পাঠকবন্ধুর উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘পাঠকবন্ধু সত্যিই গুরুত্বপূর্ণ ও মানবিক কাজ করছে, আমার খুব ভালো লেগেছে।’ এ সময় তিনি পাঠকবন্ধুর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

আজকের পত্রিকার ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষগুলো অনেক কষ্ট পায়। সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই পাঠকবন্ধুর এই উদ্যোগ। ভবিষ্যতেও পাঠকবন্ধু এমন মানবিক কর্মসূচি আরও জোরদারভাবে চালিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।’

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন অধ্যাপক শাহ আলম চৌধুরী। ছবি: পাঠকবন্ধু

পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘এটি কোনো দান নয়, এটি উপহার। আমরা যেমন আত্মীয়স্বজনকে উপহার দিই, তেমনি আপনাদেরও এই উপহার দেওয়া হলো। সবাই দোয়া করবেন, যেন পাঠকবন্ধু ভবিষ্যতেও এমন উষ্ণতার বার্তা পৌঁছে দিতে পারে।’

এর আগে ১৭ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী শীতের চাদর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক সানজিদা আফরোজ, সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ পাঠকবন্ধু ডিআইইউ শাখার সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ

বইমেলায় স্টল ভাড়া কমছে শতকরা ২৫ ভাগ

নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের ভিত গড়তে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবেদ আলীর ছেলে সিয়াম ৪ দিনের রিমান্ডে

১৩৭ কোটি টাকা আত্মসাৎ: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে পড়ে নারীর মৃত্যু, শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ

শিক্ষার্থীদের নিয়ে ডিএনসিসির ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল