হোম > সারা দেশ > ঢাকা

নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিকুঞ্জ-২ এ একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজধানীর নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এতে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটিতে সবাই ব্যাচেলর ভাড়া থাকতেন। বিকেল ৫টার পর ভবনের অনেকেই বাইরে ছিলেন। ভবনটিতে ফাটল ধরায় নিরাপদ নয়। ভবনটি ব্যবহারের ক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশনের বিশেষজ্ঞ টিমের মতামত নেওয়া প্রয়োজন। কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে