মিরপুর প্যারিস খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই খাল পরিষ্কারের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সিটি করপোরেশনের সঙ্গে এই কাজে সহায়তা করছেন বিডি ক্লিনের ১ হাজার ২০০ জন স্বেচ্ছাসেবী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। ১ হাজার ২০০ জন স্বেচ্ছাসেবী চারটি দলে ভাগ হয়ে প্যারিস খালের চারটি অংশে ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে। একটি দলের সঙ্গে যুক্ত হয়ে ময়লা পরিষ্কার করতে হাতে গ্লাভস পরে নিজেই খালে নেমে পড়েন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র। তিনি বলেছিলেন, ‘ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে।’
ডিএনসিসি মেয়র বলেন, দুই দিন আগে পরিদর্শনে এসে সবাইকে খালের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। অনেকে যার যার স্থাপনা সরিয়ে নিচ্ছে। নিম্ন আয়ের মানুষ সময় চেয়েছে অন্যত্র চলে যাওয়ার জন্য। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে।
এলাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, এই এলাকার মানুষ তাঁকে অভিযোগ করেন, একটু বৃষ্টি হলে এই এলাকা পানিতে ডুবে যায়। অনেক মুরব্বি তাঁকে জানিয়েছেন, মসজিদের অজুখানা পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে যায়। প্যারিস খাল দিয়ে যদি পানি প্রবাহিত হতে পারে, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে না।