নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল। আজ সোমবার খালেদা জিয়ার আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাওয়া হলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ১৪ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আজকের পত্রিকাকে জানান, বেগম খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী গত কয়েকটি তারিখে শুনানি করেছেন। তাঁর বক্তব্য এখনো শেষ হয়নি। আজ তিনি শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে আদালতের কাছে সময় চাওয়া হয়। আদালত সময় মঞ্জুর করেন।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। এ ছাড়া মামলার অন্যতম আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমও আদালতে হাজির হন। অন্য আসামিদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।