হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

নরসিংদী প্রতিনিধি

মাধবদীতে দাফনের প্রায় ছয় মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ছয় মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৬ মে) দুপুরে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম। মোবারক হোসেন পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের মেজো ছেলে।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। এ সময় মোবারক হোসেনের পরিবারের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, গত ২২ মার্চ সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ডেকে রাখা লোহার খাঁচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পান স্বজনেরা। এ সময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখা যায়। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশি তদন্তের পর অভিযোগটি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন। নির্দেশনা অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।

প্রায় ছয় মাস আগে হঠাৎ স্ট্রোক করে কমিশনার মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় বলে জানান নিহতের ছেলে আবির হোসেন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক