হোম > অপরাধ > ঢাকা

উত্তরায় দুই মানি এক্সচেঞ্জ অফিস থেকে ৪০ দেশের মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরা এলাকায় অবৈধ লেনদেনের অভিযোগে দুটি মানি এক্সচেঞ্জ অফিসে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশসহ ৪০টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাইমুল ইসলাম, মো. রেজাউল করিম সোহেল, মো. আব্দুল আওয়াল, মো. সাইফুল হাসান ভুঁইয়া ও রফিকুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বৈধ-অবৈধ সব মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে সিআইডির অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরায় অভিযান চালানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, উত্তরা ৩ নম্বর সেক্টরে লতিফ এম্পোরিয়াল মার্কেটের নীচ তলায় আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি এবং কুশল সেন্টার নীচ তলার মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশসহ ৪০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লক্ষ ২ হাজার ২২৮ টাকার সমান।

প্রতিষ্ঠান দুটি নিয়ম অমান্য করে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় এবং বিদেশি মুদ্রা কেনার জন্য বাংলাদেশি টাকা মজুত করে রেখেছিল।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি