হোম > সারা দেশ > ফরিদপুর

নির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি, এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আসাদ (২০) নামে এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যার করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। 

আজ রোববার দুপুরে সালথা থানার এসআই মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত আসাদ ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে উপজেলার স্থানীয় ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।

সালথা থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ইউপি নির্বাচনে এক বিজয়ী প্রার্থীর লোকজন তাঁদের বাড়ির পাশে আনন্দ-উল্লাস করছিলেন। আছাদের বাড়ির পাশে হওয়ায় সে ওই উল্লাসে বাধা দেয়। এ নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয় বিজয়ী প্রার্থীর সমর্থকদের। 

পরে রাগে-ক্ষোভে গতকাল শনিবার সকালে আছাদ বিষ পান করে। অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুরে রেফার্ড করেন। পরে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা যায়। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা