হোম > সারা দেশ > ঢাকা

গুলশান শপিং সেন্টার ভাঙার রায় বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ। 

বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান। 

আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক