হোম > সারা দেশ > ঢাকা

গুলশান শপিং সেন্টার ভাঙার রায় বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ। 

বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান। 

আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট