হোম > সারা দেশ > নরসিংদী

লকডাউনে চরম দুর্ভোগে নরসিংদীর নিম্ন আয়ের মানুষেরা

প্রতিনিধি, বেলাব (নরসিংদী) 

চলমান লকডাউনে নরসিংদীর বেলাবতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। পেটের তাগিদে যারা দিনকে রাত করে জীবিকা নির্বাহ করছে, আজ সেই কর্মজীবী মানুষগুলো কর্মহীন। করোনার প্রথম ধাক্কা সামলে না উঠতেই দ্বিতীয় ধাক্কায় যেন ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের রঙিন জীবন। তাঁরা আর সামাল দিতে পারছে না সংসার নামক অভিশপ্ত ঘানি। করোনায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তে রেকর্ড ভাঙছে। এমতাবস্থায় মানুষের জীবন কবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলতে পারছে না কেউই। 

করোনার দ্বিতীয় ঢেউ আরও কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে জনজীবনকে। দরিদ্র মানুষের হার বেড়েই চলছে। মহামারির প্রথম ও দ্বিতীয় আঘাতের কারণে মানুষের আয় কমেছে কয়েক গুন। ছোট বড় সব ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খারাপ। করোনার আগে দরিদ্র মানুষের হার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় আঘাতে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। করোনায় রাজধানীসহ দেশের অন্যান্য জেলার মতোই এর প্রভাব পড়ছে নরসিংদী জেলাতেও। 

বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের খেটে খাওয়া শ্রমিকদের সর্দার মো. চান মিয়া বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়েছি। আমরা কেউ কাজে যেতে পারছি না। কাজ না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সরকারের থকেও কোনো সাহায্যে পাচ্ছি না। আশা করি সরকার আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াবে। 

বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা অনেক দিন ধরে কর্মহীন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। 

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার মনে করেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। এসব মানুষদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। 

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে