হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ায় দুই গ্রামের ১৫ জন আহত হয়। এর মধ্যে সলিথা গ্রামের মোস্তফা মাতুব্বরসহ (৫৫) দুজন এবং মীরাকান্দা গ্রামের জবেদ মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁর হাত কেটে যাওয়াসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মো. সফর আলী আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দুই গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সলিথা গ্রামের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে দোকান-পসরায় কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন মীরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামের এক তরুণের মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র ঢাল-সরকি, কাতরা, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সলিথা গ্রামের বাসিন্দা ও গ্রাম্য মাতুব্বর আকতার হাদি অভিযোগ করে বলেন, ‘অপর পক্ষের লোকজন মোস্তফা মাতুব্বর নামের একজনকে কুপিয়ে আহত করে। তা ছাড়া আমার দোকানসহ পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর করে। পরে আমরা মিলে তাদের ধাওয়া করি। এ সময় আমাদের গ্রামের সাতজন আহত হয়।’

নগরকান্দায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০। ছবি: সংগৃহীত

অপরদিকে মীরাকান্দা গ্রামের বাসিন্দা ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জিয়াউর রহমান বলেন, ‘গতকাল সলিথা গ্রামের ওয়াজে আমাদের গ্রামের নাঈমকে ডেকে নিয়ে মারধর করে। তাতে তার মাথা ফেটে যায়। এর জেরে আজ সকালে আমাদের গ্রামের মানুষ একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছে। এরপরই দুই গ্রামের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে থানা-পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় কাইজ্জ্যা বন্ধ হয়।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট