হোম > সারা দেশ > গাজীপুর

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে ঘরে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহেরারচালা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগীর স্বামী বহেরারচালা গ্রামের মোহাম্মদ রাজ্জাক কাজীর ছেলে মো. ইমরান কাজী।

অভিযোগ ও নির্যাতিত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর পূর্বে উপজেলার মাওনা গ্রামের সাজিম উদ্দিনের মেয়ের সঙ্গে অভিযুক্ত ইমরান কাজীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সাজিম উদ্দিন মেয়ের জামাতাকে বাড়ি করার জন্য নগদ ৫ লাখ টাকা এবং ২ লাখ টাকার আসবাবপত্র যৌতুক হিসেবে দেন। এর কিছুদিন পর ইমরান কাজী তাঁর পরিবারের সদস্যদের পরামর্শে আবারও ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন শুরু কর।

গতকাল বুধবার রাত ৮ দিক ইমরান কাজী ও তাঁর পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য ঘরের ভেতর অবরুদ্ধ করে মারধর করে। নির্যাতনের খবর পেয়ে ভুক্তভোগীর মা মমতাজ বেগম দেখতে যান। ইমরান কাজী ও তাঁর পরিবারের লোকজন মমতাজ বেগমকেও অবরুদ্ধ করে রাখে। আজ বৃহস্পতিবার নারীর স্বজনরা জাতীয় সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ এ পুলিশের সহযোগিতায় ওই গৃহবধূকে উদ্ধার করে। 

শ্রীপুর থানর উপপরিদর্শক নাজমুল হক বলেন, জাতীয় জরুরি সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ভুক্তভোগী ও তাঁর মাকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট