বঙ্গবন্ধু সেতুতে গাছের গুঁড়ি বোঝাই ট্রাক উল্টে রেললাইন ব্লক হয়ে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের অপারেটর শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুর ওপর গাছের গুঁড়িবাহী ট্রাক উল্টে গেছে। কিছু গুঁড়ি রেললাইনের ওপর পড়েছে। ট্রাকেরও পেছনের অংশ রেললাইন ব্লক করে পড়ে আছে। উদ্ধারকাজ শেষে পথে।’
এদিকে রেললাইন ব্লক হয়ে থাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে এবং কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস মহেড়ায় অপেক্ষা করছে।