হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩ খুন মামলার আসামি পাকুন্দিয়ায় গ্রেপ্তার

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া তিন খুন মামলার আসামি বাদল মিয়াকে (৫৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বাদল মিয়া পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটৈকী গ্রামের মৃত ইসহাকের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু। 

পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর থানায় ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি তিন খুনের মামলার আসামি বাদল মিয়া। ঘটনার পরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ বছর ১০ মাস ধরে নরসিংদী জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তিনি। বাদল মিয়ার বিরুদ্ধে তাঁর স্ত্রী, সন্তান ও বাড়িওয়ালাকে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। 

গত ১৯ জুলাই বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। তখন অন্য কয়েদিদের সঙ্গে বাদল মিয়াও কারাগার থেকে পালিয়ে যান। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার পুলিশ জানতে পারে বাদল মিয়া জাঙ্গালিয়া বাজারে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই