হোম > সারা দেশ > ঢাকা

গোয়েন্দা জালে হেনোলাক্স গ্রুপের এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় মামলার পরপরই হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিনকে হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। আজকালের মধ্যে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানানো হবে বলে বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। 

এর আগে এই ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কর্মকর্তা (ডিসি) শাহেন শাহ মাহমুদ। তিনি বলেন, ‘মামলার পর তদন্ত শুরু হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করেছি।’ 

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর আত্মহত্যার পেছনে দায়ী ও নিহত ব্যক্তির কোটি টাকা আত্মসাৎকারী নুরুল আমিনকে মামলার পরপরই হেফাজতে নিয়েছে একটি বিশেষ সংস্থা। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গণমাধ্যমের সামনে আনা হতে পারে। 

গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ব্যাডমিন্টন কোর্টে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস। আজ মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ