গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিজ জমিতে পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর অমল চৌধুরী (৪৫)। আজ রোববার উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নীখিল চৌধুরীর ছেলে।
স্বজনদের বরাতে কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু আজকের পত্রিকাকে জানান, গতকাল শনিবার বিকেলে অমল চৌধুরী তাঁর জমির ফসল রক্ষা করতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ি চলে আসেন।
পরদিন আজ রোববার সকালে ফসল দেখতে নিজ জমিতে গেলে অসাবধানতাবশত নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে। তাঁর মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।