হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে ২ রিকশাচালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে হারুন মিয়া (৪০) ও জামালপুরের ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে লিটন (১৮)।

পুলিশ জানান, আজ ভোরে ওই গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এ সময় অপর রিকশাচালক লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গ্যারেজের মালিক স্বপন বলেন, ‘গতকাল বুধবার সারা রাত রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে আজ ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন।’

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের উপস্থিতিতে মরদেহ নিয়ে যাওয়ার কথাটি সত্য নয়। আমরা লিটনের পরিবারের লোকজনকে মোবাইল করে মরদেহ নিয়ে আসতে বলেছি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিটনের স্বজনদের মোবাইল করে মরদেহ থানায় নিয়ে আসতে বলা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের