হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে ২ রিকশাচালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে হারুন মিয়া (৪০) ও জামালপুরের ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে লিটন (১৮)।

পুলিশ জানান, আজ ভোরে ওই গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এ সময় অপর রিকশাচালক লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গ্যারেজের মালিক স্বপন বলেন, ‘গতকাল বুধবার সারা রাত রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া শেষে আজ ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় লিটন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন।’

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের উপস্থিতিতে মরদেহ নিয়ে যাওয়ার কথাটি সত্য নয়। আমরা লিটনের পরিবারের লোকজনকে মোবাইল করে মরদেহ নিয়ে আসতে বলেছি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিটনের স্বজনদের মোবাইল করে মরদেহ থানায় নিয়ে আসতে বলা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির