হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন টুকু মীনার (৫৫) ও তাঁর মেয়ে লামিয়া ওরফে ছোটন (১৬)। জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানাধীন গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আগে থেকেই ছোট ভাই টুকুর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। আজ রোববার সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। 

এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা–কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তাঁর মা গুরুতর আহত হয়। তাঁদেরকে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে হারুন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট