হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার ৫৫ কেজির বাগাড় ৭১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়া বাগাড় মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ রোববার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলা বাগান এলাকায় জালে মাছটি ধরা পরে। পরে বিক্রি হয় সাড়ে ৭১ হাজার টাকায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে কয়েকজন জেলে মাছটি দৌলতদিয়ার আব্দুল হালিম মিয়া আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখেন মাছটি ৫৫ কেজি ২০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই।’

এই ব্যবসায়ী আরও বলেন, মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাটে বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, পদ্মা নদী থেকে বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে এমন খবর শুনেছি। বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মাছটি কেনা-বেচায় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা)। যে কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা কাভার করে না।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ