হোম > সারা দেশ > গাজীপুর

মালিকানা দ্বন্দ্বে চাকরি হারাল ১৭ কর্মকর্তা

গাজীপুরের শ্রীপুরে প্যারাডাইস স্পিনিং মিলস লিমিটেডের মালিকানার দ্বন্দ্বে চাকরি হারালেন ১৭ কর্মকর্তা ও কর্মচারী। গতকাল শনিবার পূর্বঘোষিত কোন আইনি নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুতি করেন কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ রোববার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, কারখানাটির বৈধ মালিক মজিবুর রহমান দেশের বাইরে থাকার কারণে কারখানাটি জুয়েল ব্রাদার্সের কাছে ভাড়া দেওয়া হয়। যাহা চুক্তিনামায় ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। কিন্তু কোম্পানির মালিক মজিবুর রহমান দেশের বাইরে থাকায় তাঁর ভাই মোবারক হোসেন কোম্পানিটি দখল করে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে তা বন্ধ করে দেয়। 

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত প্যারাডাইস কারখানার কর্তৃপক্ষ পূর্বঘোষিত কোন আইনি নোটিশ ছাড়াই গতকাল ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুতি করেন। এ সময় তাঁদের কোন বেতনভাতা বা নিয়ম অনুযায়ী কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। 

ভুক্তভোগীরা আরও জানান, পাওনা টাকা না পেয়ে কারখানার ডেপুটি ম্যানেজার হাফিজুর রহমান বাদী হয়ে কারখানার মালিক মুজিবুর রহমানের ভাই মোবারক হোসেনের বিরুদ্ধে আজ শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 
 
শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। কারকানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া নিব। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল