হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে। বাকি কাজ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) আবার শুরু হবে।

দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।

সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে একটি সেনাবাহিনীর ক্রেন ও আরেকটি ক্রেন দিয়ে বিমানের ধ্বংসাবশেষ ট্রাকে তোলা হয়। সর্বশেষ তিনটি ট্রাকে করে বিমানের ধ্বংসাবশেষগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

ডিসি বলেন, বর্তমানে ভেতরে কোনো আহত ব্যক্তি বা মরদেহ নেই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হচ্ছে। বাকি যতটুকু রয়ে গেছে, সেগুলোও তারা সরিয়ে নেবে।

ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে মুহিদুল ইসলাম বলেন, ভেতরে বর্তমানের সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

মরদেহের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের মরদেহ শনাক্ত হবে, তাদের পরিবাদের জিম্মায় দিয়ে দেওয়া হবে। যাদের শনাক্ত হবে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। পরে তাদের পরিচয় চিহ্নিত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ডিএনএ স্যাম্পল সংগ্রহের জন্য সিআইডিসহ অন্যান্য ইউনিটের লোকজন কাজ করছেন। এ ছাড়া পুলিশের কয়েকটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে